সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়ন ভিত্তিক ফেসবুক সংগঠন শেকড়ের টানে গ্রুপের সদস্যরা তিন মাস আগে মুরাদপুর উন্নয়ন সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলে। ইউনিয়নের মধ্যে কোরবানি দিতে অসামর্থ্য পরিবারকে কোরবানির মাংস উপহার দেওয়ার লক্ষ্যে তারা সবার সাথে কোরবানি-২১’ প্রকল্প হাতে নেয়। তাদের সাথে যুক্ত হয় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন, শেকড়ের গ্রুপের সদস্য এবং কিছু শুভানুধ্যায়ীর আর্থিক অনুদানে কেনা হয় ৬টি গরু ও ৫টি ছাগল। ঈদের পরদিন সংগঠনের ভলান্টিয়াররা কোরবানি দিতে অক্ষম ইউনিয়নের ৪৭৭টি পরিবারের ঘরে ঘরে এর মাংস পৌঁছে দেয়। প্রেস বিজ্ঞপ্তি।