মুরাদপুরে শিশু নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে রহমানিয়া তাহফিজুল কোরআন একাডেমিতে শিশু শিক্ষার্থীদের ভয় দেখিয়ে যৌন নিপীড়ন করতেন প্রতিষ্ঠানের শিক্ষক নাজিম উদ্দিন। নিপীড়নের শিকার এক ছাত্রের পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। তার বিরুদ্ধে এক ভিকটিমের ভাই বাদী হয়ে পাঁচলাইশ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে মামলা দায়ের করেছেন। পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া দৈনিক আজাদীকে বলেন, ‘এক ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে শিশু ধর্ষণকারী মাদ্রাসা শিক্ষক নাজিম উদ্দিনকে আটক করা হয়েছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুদের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে নিপীড়ন করার কথা স্বীকার করেছেন। এখন তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।’ সূত্রে জানা গেছে, গত দুই বছরের বেশি সময় ধরে রহমানিয়া তাহফিজুল কোরআন একাডেমির ১১-১৩ বছর বয়সী প্রায় ৬ জন শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক নাজিম উদ্দিন। সর্বশেষ ১ মার্চ এক শিক্ষার্থী মাদ্রাসায় গেলে তাকে ভয় দেখিয়ে নিপীড়ন করেন। এসময় ঘটনাটি পরিবারের কাউকে না জানানোর জন্য চোখ বন্ধ করে মারধর করার হুমকি দেন নাজিম। এরপর ভিকটিম বাড়িতে গিয়ে ওই মাদ্রাসায় আর পড়বে না বলে জানায়। এরপর পরিবারের সন্দেহ হলে মামলার বাদী ভিকটিমের সাথে কথা বললে শিক্ষক নাজিম উদ্দীনের যৌন নিপীড়নের বিষয়টি প্রকাশ পায়।

পূর্ববর্তী নিবন্ধরক্তাক্ত দিন পেরিয়ে ফের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ পথচারী