নগরীর মুরাদপুর থেকে হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মো. আব্বাস হায়দার প্রকাশ এমন নামের ওই ব্যক্তি কক্সবাজারের কুতুবদিয়া এলাকার মৃত ফিরোজ আহমেদের ছেলে। গত মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–৭ এর মিডিয়া কর্মকর্তা মো. নুরুল আবছার আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মো. আব্বাস হায়দার কুতুবদিয়া থানার একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার এড়াতে তিনি নগরীর মুরাদপুরে আত্মগোপন করেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একপর্যায়ে সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৫ বছর দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করেছেন বলে জিজ্ঞাসাবাদে মো. আব্বাস হায়দার জানিয়েছেন।












