নগরীর মুরাদপুরের একটি ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবীবুর রহমান জয় (১৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বউলিয়া গ্রামের মো. কামরুজামানের ছেলে। নগরীর আমবাগান এলাকায় সে বসবাস করতো। খবর পেয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুইয়া আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে ইতিমধ্যে জয়ের লাশ তার স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।