মুরাদপুরে পিএইচপি-পাক পাঞ্জাতনের ইফতার সামগ্রী বিতরণ

| বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১২:৩৫ অপরাহ্ণ

নগরীর মুরাদপুর মহল্লা কমিটি কার্যালয় সম্মুখে পিএইচপি ফ্যামেলি ও আশেকানে পাক পাঞ্জাতনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গাউছিয়া কমিটি বাংলাদেশ মুরাদপুর শাখা এতে সার্বিক সহযোগিতা করেন। গাউছিয়া কমিটি মুরাদপুর শাখার সভাপতি কপিল উদ্দিন খোকনের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মৌলানা মুহাম্মদ মনির উদ্দিন সোহেল। এ সময় উপস্থিত ছিলেন কবি তসলিম খাঁ, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ জাকির আহমেদ, মুহাম্মদ আজিজ উল্লাহ, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ নূুরুল আজিম, মুহাম্মদ জিয়া উদ্দিন সুমন, মুহাম্মদ আনোয়ার মজুমদার, নুরুল আমিন মনি, কামাল উদ্দিন সোহেল ও মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝাউতলা বাজারে মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধপটিয়া হাসপাতালে অ্যাম্বুলেন্স বিকল ১ বছর, চালক নেই ৬ মাস