মুরাদপুরে অস্ত্রসহ গ্রেপ্তার, যুবককে ১০ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুর ফরেস্ট গেইট এলাকা থেকে অস্ত্রগুলিসহ গ্রেপ্তার এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. কাউছার লক্ষীপুর সদরের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। অস্ত্র আইনের পৃথক আরেকটি ধারায় কাউছারকে ৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় জানিয়ে বেঞ্চ সহকারী বলেন, উভয় সাজা একত্রে চলবে। বেঞ্চ সহকারী বলেন, রায়ে ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা হলেন আব্দুর রহমান, হাবিবুর রহমান, মো. রাসেল, মো. ওসমান গনি ও মো. আলমগীর।

আদালতসূত্র জানায়, ২০০৮ সালের ২৫ জানুয়ারি নগরীর মুরাদপুর ফরেস্ট গেইট এলাকা থেকে মো. কাউছারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মো. কাউছারের কাছ থেকে দেশীয় তৈরি সচল রিভলবার ও ৫টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মো. মাহবুব মিল্কী বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৬ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় একই বছরের ৩০ জুন চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ছয় পাহাড়ি সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধহযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত বিজ্ঞানসম্মত