মুরগি ২১০, ডিম ১৫০

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে বেড়েই চলেছে ব্রয়লার মুরগি ও ডিমের বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ২১০ টাকা এবং ডিমের ডজন ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। গতকাল নগরীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ব্যবসায়ী ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ২১০ টাকা দরে। তবে কোনো কোনো ব্যবসায়ী ১৯৫-২০০ টাকা কেজি দরেও বিক্রি করছেন। এ ছাড়া দেশী মুরগির কেজি ৪৮০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। অন্যদিকে ফার্মের মুরগির ডিমের দাম রেকর্ড বৃদ্ধি হয়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
কাজীর দেউড়ি বাজারের মুরগি বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, বাজারে আগের তুলনায় মুরগির সরবরাহ কমে গেছে। এ ছাড়া ডিজেলের দাম বাড়ার কারণে পরিবহন ভাড়াও বেড়ে গেছে। মুরগির খাদ্যের দামও বেড়ে গেছে। যার ফলে মুরগির উৎপাদন খরচ বেড়ে গেছে। অন্যদিকে ডিম বিক্রেতা জিয়া উদ্দিন বলেন, মুরগির দামের সাথে পাল্লা দিয়ে ডিমের দাম বাড়ছে। ডিমের উৎপাদন খরচ বাড়তি। তাই দামও বাড়তি। পাইকারিতে ডিমের দাম বেড়েছে। তাই এর প্রভাব পড়ছে বাজারে।
শহীদুল হক নামের একজন ক্রেতা জানান, ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে প্রত্যেক নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। মুরগির বাজার অনেক দিন ধরে বাড়তি ছিল। কিন্তু এখন হঠাৎ করে বেড়েছে ডিমের দাম। ডিম তো গরিবের খাবার। এখন সেই ডিমের দামই বেড়ে গেল।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ বসবাসকারীরা ছাড়ছে আলীনগর
পরবর্তী নিবন্ধবাংলাদেশের মানুষ বেহেস্তে আছে : মোমেন