পটিয়ায় ইয়াবা ও গাঁজাসহ মো. মনিরুল হাসান চৌধুরী প্রকাশ রোকন (২৮) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার কাছ থেকে ১৩১ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গত শনিবার রাত ১১টায় উপজেলার দক্ষিণ ভূর্ষি এলাকার পূর্ব ডেঙ্গাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে জানা যায়, পটিয়া থানার এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর পূর্ব ডেঙ্গা পাড়ায় মনিরুল হাসান চৌধুরী প্রকাশ রোকনের বসত ঘরসংলগ্ন মুরগীর ফার্মে অভিযান চালিয়ে রোকনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৩১ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে পটিয়া ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে গতকাল রোববার জেল হাজতে প্রেরণ করা হয়। সে মাদক বিক্রির পাশাপাশি নিজেও সেবন করত।












