গত কয়েকমাসে ভারতে করোনায় সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর দিনে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে রাত্রিকালীন কারফিউ জারি করেছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ। মুম্বাই নগর কর্তৃপক্ষ থেকে দেওয়া এ বিষয়ক এক আদেশে রোববার রাত আটটার পর থেকে নগরীর হোটেল, রেস্তোঁরা, পানশালা, শপিং মলগুলো বন্ধ রাখতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে রাত আটটার পর ঘরের বাইরে বের না হওয়ার আহ্বানও জানানো হয়েছে আদেশে। মুম্বাইয়ের মেয়র কিশোর পেদনেকর বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি আশঙ্কাজনক। বর্তমানে এ শহরে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে এবং আমরা লক্ষ্য করছি, শহরের বস্তি এলাকাগুলোর চেয়ে বহুতল আবাসিক ভবনগুলোতে সংক্রমণ ও মৃত্যু বেশি হচ্ছে। এ কারণে, খুব জরুরি প্রয়োজন ছাড়া রাত আটটার পরে ঘরে অবস্থান করতে নগরবাসীদের আহ্বান জানানো হয়েছে। গত একসপ্তাহ ধরে ভারতে ফের উর্ধ্বমূখী হয়েছে করোনায় সংক্রমণ ও মৃত্যুহারের রেখচিত্র।