মুম্বাইয়ে দ্বিতীয় ওয়ানডে জিতলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ স্কুল দল

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

মুম্বাইয়ে দ্বিতীয় ওয়ানডেতে জিতেছে বাংলাদেশের প্রাইম ব্যাংকবিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট অনূর্ধ্ব১৬ দল। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে মুম্বাই অনূর্ধ্ব১৬ দলকে হারিয়েছে বাংলাদেশের যুবারা। স্বাগতিক মুম্বাইকে ১৬৩ রানে অলআউট করার পর যুবারা সেই রান ৩৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে টপকে গেছে। মুম্বাইয়ের ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের দু্‌ই ওপেনার জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিমের ৫৮ রানের জুটিতে ভালো শুরু পায়। ৩৪ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলে অধিনায়ক আবরার আউট হয়েছেন। এরপর রিফাত বেগের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে আউট হন আজিজুর। কিছুটা স্লো ব্যাটিংয়ে ৫৮ বলে ৩৩ রানের ইনিংস আসে আজিজুলের ব্যাট থেকে। রিফাত ২৭ রানে আউট হওয়ার পর চতুর্থ উইকেটে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৩৬.৪ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অনূর্ধ্ব১৬ দল। কালাম সিদ্দিকি এলিন ১৬ এবং সামিউন বসির রাতুল ৩৪ রানে অপরাজিত থাকেন। মুম্বাইয়ের বোলারদের মধ্যে হার্শা মোর, দেভশু দেশাল ও একলব্য খাদে একটি করে উইকেট নিয়েছেন। এর আগে ৪০ ওভারে ১৬৩ রানে অলআউট হয় মুম্বাই। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আয়ুষ বার্তক। ৫২ রানের ইনিংস খেলেন তিনি। রাজা মির্জার ব্যাট থেকে আসে ৫০ রানের ইনিংস। বাংলাদেশের বোলারদের মধ্যে সালমান বশির রাতুল ২০ রানে চারটি উইকেট নিয়েছেন। শেখ ইমতিয়াজ শিহাব ২৭ রানে দুটি উইকেট নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপরীমণির সিনেমার প্রিমিয়ার কান উৎসবে
পরবর্তী নিবন্ধচুকবল লিগে অংশগ্রহণকারী দলগুলোর জ্ঞাতার্থে