হতাশাময় আসর কাটানোর পর প্রধান কোচের পদে পরিবর্তন এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন মৌসুমের দল গোছানোর আগে সাবেক সফল কোচ মাহেলা জয়বর্ধনেকে নতুন করে এই দায়িত্বে ফেরাল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা। রোববার এই খবর জানায় মুম্বাই ইন্ডিয়ান্স। সাবেক দক্ষিণ আফ্রিকান কিপার–ব্যাটসম্যান মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হলেন জয়বর্ধনে। প্রথম দফায় ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করেন জয়বর্ধনে। তার কোচিংয়ে তিনবার আইপিএল শিরোপা জেতে মুম্বাই।