মোমটি নিঃশেষ হতে কিঞ্চিত বাকি
জীবন সায়াহ্নে এসে মুমূর্ষুতার গ্লানি
নিভে যাবে জীবন প্রদীপ– আঁধারের উষায়
এক সময় নক্ষত্রও ঝরে পড়ে প্রয়োজন ফুরালে।
সুখ বড় নির্মম–বেদনার ক্ষতবিক্ষত উল্লাসে
অভুক্ত উদরে ভুক্তের সমাদর।
সুখ সন্ধানে বেদনা ভুলি
আলো রাশি রাশি– ফোটাই হাসি
লাঞ্ছনার পাল তুলে।
তীরের আঘাতে ক্ষতবিক্ষত পাখি
কিঞ্চিত সুখের আশায়
ফিরে আসে নীড়ে
নিষ্ঠুর ভাগ্য লিপি ঝরঝরে তামাশায়
প্রয়োজন ফুরালে তারে কী আর পাওয়া যায়?
সাবাস মোম,তবে শেখালে তুমি
নিজেকে বিলিয়ে চর্তুপাশে আলোকদান
পতঙ্গ তুমি ভালোবাসার নিষ্ঠুর প্রহসনে
আপন জীবন বলি দিয়ে প্রমাণ করলে
ঝরে পরা নক্ষত্রের তুচ্ছ ছাই দিয়ে
শোকের মায়াকান্না মূল্যহীন।