যুগশ্রেষ্ঠ আলেম আশেকে রাসুল (দ.) মাওলানা হাফেজ আহমদ শাহ্ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিলের ১৮তম দিবস গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাওলানা আহমদ আলী, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মাওলানা আবু বকর রফিক আহমদ, পুটিবিলা হামেদিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শওকত উল্লাহ ফারুকী যথাক্রমে তিন অধিবেশনে সভাপতিত্ব করেন। এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আহমদ হাসান চৌধুরী, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আমান উল্লাহ। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় মাহফিলে আলোচনা করেন মাওলানা সাদেকুর রহমান আজহারী, মাওলানা জাকারিয়া আল হোছাইনি, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহে আলম, চট্টগ্রাম সাউদার্ন ইউনিভর্সিটির লেকচারার মাওলানা মুহি উদ্দীন মাহবুব, কক্সবাজার বাহারছড়া কেন্দ্রেীয় জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম, মাওলানা সাফওয়ান আজহারী, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জোবাইর হোছাইন ছিদ্দিকী, মাওলানা হাফেজ কামাল উদ্দিন।
বক্তারা বলেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। মিথ্যা সাক্ষ্য সমাজ ও ব্যক্তির জন্য বহুমাত্রিক ক্ষতির কারণ। রাসুলুল্লাহ (সা.) মিথ্যা সাক্ষ্যকে গুরুতর পাপের মধ্যে গণ্য করেছেন। মুমিনগণ সবসময় সত্যের পক্ষে ও মিথ্যার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবেন। সে কখনো মিথ্যার সাক্ষী হবে না।মাহফিলে কোরআন তেলাওয়াত করেন হোছাইন মুহাম্মদ ওয়াকিল, হাফেজ ওসমান গণি, ক্বারী মাওলানা আতিকুল্লাহ মোবারক। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ আহনাফুল হক আনান, আজওয়াদুর রহমান সাফী, ওজহাতুল্লাহ ফারুকী, হাফেজ নাহিদুল ইসলাম, মাওলানা আবু দাউদ মুহাম্মদ শাহ শরীফ, আবু হুরাইরা মুহাম্মদ শাকিল। প্রেস বিজ্ঞপ্তি।












