মুমতা হেনার বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ গেমসে এবার বল হাতে চমক দেখালেন মুমতা হেনা হাসনাত। তার দুর্দান্ত বোলিংয়ে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নীল দল। প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে সালমা খাতুনের নেতৃত্বে নীল দল জিতেছে ৯ উইকেটে। প্রথম ম্যাচে তাদের জয় ছিল ১০ উইকেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সবুজ ৩৯.৫ ওভারে খেলে করতে পারে মাত্র ৮৩ রান। রান তাড়ায় জিততে নীল দলের লাগে ২২.৩ ওভার। তারা ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে নেয়। নীল দলের মুমতা হেনার শিকার ১০ ওভারে ২২ রানে ৪ উইকেট। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দুটি ম্যাচ খেললেও জাতীয় দলের হয়ে তার খেলা হয়নি এখনও। তার সঙ্গে দুই অভিজ্ঞ জাহানারা আলম ও সালমা নেন ২টি করে উইকেট। বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ লাল ও সবুজ দল। ওই ম্যাচের জয়ী দল শুক্রবার ফাইনালে খেলবে নীল দলের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধইমার্জিং টাইগার এবং আয়ারল্যান্ড ওলভসের দ্বিতীয় ওয়ানডে আজ
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ড নয় নিজেদের নিয়েই ভাবতে চান মাহমুদউল্লাহ