আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মুফতি আলাউদ্দিন জিহাদী কারামুক্ত হয়ে চট্টগ্রাম আসলে গতকাল বুধবার আন্জুমানে রজভীয়া নূরীয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয মহাসচিব আবুল কাশেম নূরী। উদ্বোধনী বক্তব্য দেন, অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি। সংবর্ধেয় অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আলাউদ্দিন জিহাদী। মাওলানা আব্দুল কাদের রজভীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা শায়েস্তা খান আল মাইজভান্ডারী, মাওলানা মাহবুবুল আলম নূরে বাংলা, মাওলানা জহিরুল ইসলাম ফরিদী, আবু ছালেহ আঙ্গুর, মিঞা জোনায়েদ, মুহাম্মদ ফরিদুল আলম, মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ওমর আলী, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মুহাম্মদ সৈয়দুল হক, মুহাম্মদ আরাফাত, আবু গালেব মুহাম্মদ রায়হান নূরী, মুহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ রিয়াদ, মুহাম্মদ মোস্তফা, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ মাসুদ, আবু ছালেহ মুহাম্মদ ছাফওয়ান নূরী, জসিম উদ্দিন, মুহাম্মদ শেহাব, সাওবান নূরী, বেলাল রেযা, সায়হান নূরী, মুহাম্মদ রুহুল আমিন, মুহাম্মদ বরাত, মুহাম্মদ শাকিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।