মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

চট্টগ্রামে সমাবেশ, বিক্ষোভ

| সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ইসলামী বক্তা ও আলেম মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আহলে সুন্নাত তরুণ ওলামা পরিষদ গতকাল ১৫ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিকাল ৩ টায় গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, মুফতি গিয়াস উদ্দিন তাহেরী দেশের ইসলামী শিক্ষার প্রসারে ও সমাজে শান্তির বাণী ছড়িয়ে দিতে বরাবরই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তবে সামপ্রতিক সময়ে তাঁর বক্তৃতা ও সামাজিক কার্যক্রমকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল তাঁকে অপমান ও হয়রানি করার অপপ্রয়াস চালাচ্ছে। এই অপপ্রয়াসের অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে একটি ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা’ মামলা দায়ের করা হয়েছে। বক্তারা এই মামলা প্রত্যাহারের দাবি জানান। আহলে সুন্নাত ওলামা পরিষদের অন্যতম সমন্বয়ক আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরীর সভাপতিত্বে ও মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আল্লামা কাজী মুহাম্মদ শফিউল আজম। সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সোলাইমান ফরিদ, প্রচার সচিব মাস্টার আবুল হোসাইন, মাওলানা আমান উল্লাহ সমরকন্দী, নাসির উদ্দিন মাহমুদ, ওয়াহেদ মুরাদ, হাবিবুল মোস্তফা, ইঞ্জিনিয়ার রাসেল, মাওলানা মুখতার আহমদ রজভী, মাওলানা এনাম রেযা, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মাওলানা এনামুল হক এনাম, মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা নুর মুহাম্মদ আলকাদেরী, মাওলানা সোলাইমান রজভী, মাওলানা মিনহাজ উদ্দিন সিদ্দিকী, ওসমান গণি, সাদমান আবরার, মাওলানা শরফুদ্দীন কাদেরী, মাওলানা রায়হান উদ্দিন কাদেরী, মাওলানা বাহা উদ্দিন কাদেরী, মাওলানা মনির কাদেরী, শায়ের জানে আলম, শায়ের ইমরান কাদেরী, শায়ের সিফাত, মাওলানা এনায়াত উল্লাহ খাঁন, মাওলানা নঈম উদ্দিন কাদেরী, নুরশেদ রেযা কাদেরী প্রমুখ।

গণ সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর হতে চেরাগী পাহাড়, আন্দরকিল্লা হয়ে লালদীঘি চত্বরে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতির আগমন