মুফতি কাজী ইব্রাহীম আটক

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ১:৫৬ অপরাহ্ণ

সম্প্রতি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত দুইটার দিকে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, তাকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মুফতি কাজী ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে বিতর্কিত নানা বক্তব্য দিয়ে আসছেন। যেসব নিয়ে ব্যাপক সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। যার পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।-বাংলানিউজ

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে তার বাসায় ডিবি পুলিশের অভিযানের সময় ফেসবুক লাইভে এসে র-এর এজেন্ট, গুন্ডা ডিবি পুলিশ তার বাসা ঘেরাও করেছে বলে অভিযোগ তুলে ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন মুফতি কাজী ইব্রাহীম।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে নতুন আক্রান্ত ৩৩, মৃত্যু ২ জনের
পরবর্তী নিবন্ধফৌজদারহাটে ঢাকাগামী পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত