মুফতি ইব্রাহিম দুই দিনের রিমান্ডে

| বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

কোভিড টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো, সরকার ও প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কথিত ধর্মীয় বক্তা মুফতি কাজী মো. ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান গতকাল বুধবার পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে এ আদেশ দেন।
করোনাভাইরাসের টিকাসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গত কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন কাজী মো. ইব্রাহিম। টিকা নেওয়ায় ‘নারীর দাড়ি গজাচ্ছে’, ‘পুরুষ কণ্ঠ পাল্টে যাচ্ছে’ এ ধরনের বক্তব্যসহ ইব্রাহিমের বিভিন্ন উক্তি সোশাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। এক বক্তৃতায় তিনি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের গাণিতিক সূত্রও দিয়েছিলেন। খবর বিডিনিউজের।
মঙ্গলবার ভোর রাতে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে ইব্রাহিমকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়। পরে জেড এম রানা নামের এক ব্যক্তি মঙ্গলবার রাতে ইব্রাহিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন মোহাম্মদপুর থানায়। একটি স্কুলের টাকা আত্মসাৎ, চাঁদা দাবি এবং প্রতারণার অভিযোগ আনা হয় সেখানে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে উগ্র বক্তব্য দেওয়ার অভিযোগ ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করে গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবির সাইবার ইউনিটের উপপরিদর্শক মো. হাসানুজ্জামান। অন্যদিকে আসামিপক্ষে আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে শুনানি করেন।

পূর্ববর্তী নিবন্ধএলজিইডি প্রকৌশলীদের বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট পরিদর্শন
পরবর্তী নিবন্ধইমপেরিয়ালে এ পর্যন্ত ২৬টি ওপেন হার্ট সার্জারি হয়েছে