মুফতি আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ওরশ

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

আল্লামা মুফতি মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) ওরশ মাহফিলে আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী বলেছেন, আমিনুল ইসলাম হাশেমী কর্মজীবনের সূচনা করেন দ্বীনি শিক্ষার খেদমতে একজন কীর্তিমান শিক্ষক হিসেবে। তিনি ইসলামের মৌলিক রূপরেখা আহলে সুন্নাতের যে অপরিমেয় খেদমত করে গেছেন, তা প্রেরণার উৎস হয়ে থাকবে।

গত ৫ এপ্রিল কুলগাঁও জালালাবাদ আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) বাংলাদেশ ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (,) তরুণ পরিষদের উদ্যোগে আমিনুল ইসলাম হাশেমী (রহ,)’র ১৯ তম বার্ষিক ওরশ শরীফে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

২ দিনব্যাপী মাহফিলের সমাপনী দিনে প্রধান মেহমান ছিলেন হাটহাজারী ইমাম শেরে বাংলা (রহ.) দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ সূফি সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী। প্রধান আলোচক ছিলেন আল্লামা সাখাওয়াত হোসেন বারকাতী। আলোচক ছিলেন অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, মুফতি ইব্রাহিম আল কাদেরী, শাহেদুর রহমান হাশেমী, গাজী শফিউল আলম নেজামী, মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, প্রভাষক হাফেজ আনিসুজ্জমান আল কাদেরী, ফরিদুল আলম রেজভী, সৈয়দ সাইফুল ইসলাম বারী, হাফেজ আজিজুল হক হোসাইনী, হাফেজ শিব্বির আহমদ উসমানী, আশিকুর রহমান মুজিব হাশেমী, হাফেজ আল্লামা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী। উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল হাই, জুন্নুরাইন আল কাদেরী, ওমর ফারুক নঈমী ফখরুদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ঈদ শুভেচ্ছা বিনিময়
পরবর্তী নিবন্ধশারজায় হযরত আহমদ ছাফা ইবতেদায়ী মাদ্রাসার ঈদ পুনর্মিলনী