রাউজান নোয়াপাড়ায় মরহুম মুন্সী মিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ গতকাল সন্ধ্যায় এলিকো স্পোর্টস এরিনা মাঠে অনুস্িঠত হয়। এতে অংশগ্রহণ করে মুন্সী মিয়া পরিবারের সিনিয়র টিম বনাম জুনিয়র টিম। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ জসীম সিকদার। খেলায় সিনিয়র টিম ৮–৬ গোলে জুনিয়র টিমকে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন, সুমন সিকদার, লায়ন মো. জাহেদুল করিম বাপ্পী সিকদার, এরপান সিকদার, রায়হান উদ্দিন রিপন, জামান মিরাজ, সাকিব, সামির, সাদ্দাম,ইরফাত প্রমুখ।







