মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপি ও পুলিশের সংঘর্ষে আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে আইসিইউতে তিনি মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান। মৃত শাওন হোসেন ভূঁইয়া (২৬) মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের মুরমা গ্রামের অটোরিকশা চালক সোয়াব আলী ভূঁইয়ার ছেলে। বাবা-মা ও স্ত্রী ছাড়াও তার আট মাস বয়সের এক ছেলে রয়েছে। খবর বিডিনিউজের।
সবজি বিক্রেতা শাওন মিরকাদিম ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে মিরকাদিম পৌর বিএনপির আহ্বায়ক মো. জসিমউদ্দিন জানিয়েছেন। পুলিশের রাবার বুলেটের আঘাতে শাওন আহত হন বলে জসিমউদ্দিন জানান। তবে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব তা অস্বীকার করে বলেন, পুলিশের বুলেটে নয়, অন্য কোনোভাবে শাওন আহত হন। এই সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের করা মামলার ৩ নম্বর আসামি শাওন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলা ও নারায়ণগঞ্জে তিন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির সমাবেশ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পুলিশ ও তিন সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। এ সময় সদর উপজেলার পুরোনো ফেরিঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের লাঠিপেটায় আহতের ঘটনা ঘটে। পুলিশ টিয়ার শেল ও শর্টগানের গুলিও ছোড়ে।










