মুন্সীগঞ্জে নিজ গ্রামে চিরনিদ্রায় বদরুদ্দোজা চৌধুরী

| সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৬:০২ পূর্বাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি ও চিকিৎসক একিউএম বদরুদ্দোজা চৌধুরী নিজ গ্রাম মজিদপুর দয়াহাটা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। এর আগে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে সর্বস্তরের বিপুল মানুষের অংশগ্রহণে মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। খবর বিডিনিউজের। এলাকাটি থেকে পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন ডা. একিউএম বদরুদ্দোজা। শেষবারের মত প্রিয় নেতা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরণ্যে এ চিকিৎসককে দেখতে সকাল থেকে ভিড় করেন মানুষ। অনেকেই তার কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। জোহরের নামাজের পর নিজ বাড়ি শ্রীনগরের মজিদপুর দয়হাটায় স্কুলমাঠে চতুর্থ জানাজা শেষে গ্রামটির মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। গত শুক্রবার রাত পৌনে তিনটার দিকে ঢাকার উত্তরায় তার প্রতিষ্ঠিত মেডিকেল ফর উইমেন অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন বদরুদ্দোজা চৌধুরী। তিনি ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে নানাবাড়িতে (প্রখ্যাত ‘মুন্সেফ বাড়ি’) জন্মগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধজহুরা আক্তার চৌধুরানী
পরবর্তী নিবন্ধহানিফ ও তার স্ত্রী সন্তানের ব্যাংক হিসাব জব্দ