চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকার সারা দেশে বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে। ভোলা ও নারায়ণগঞ্জের পর আজকে মুন্সীগঞ্জের সমাবেশে আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলিবর্ষণ করেছে। দীর্ঘ একযুগ ধরে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে। একদলীয় শাসন প্রতিষ্ঠা, আবারো বিনা ভোটে সরকার গঠন করা এবং জনগণের ন্যায্য দাবিগুলো পদদলিত করার লক্ষেই মুন্সিগঞ্জের সমাবেশে হামলা করা হয়েছে।
মুন্সিগঞ্জ উপজেলা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বিনা উস্কানিতে গুলি বর্ষণ করে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের গুলিবিদ্ধ করার প্রতিবাদে গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর কাজীর দেউরীর মোড় থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ডা. শাহাদাত উপরোক্ত বক্তব্য রাখেন। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, কামরুল ইসলাম, এইচ এম রাশেদ খান, বেলায়েত হোসেন বুলু, আবদুল বাতেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।