মুন্নী সাহা-কবির দম্পতির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করবে দুদক

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৫ পূর্বাহ্ণ

নিজ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেন, বর্তমান স্থিতি ১৪ কোটি টাকা ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।

তিনি জানান, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী বিজ্ঞাপনী সংস্থা এমএস প্রমোশনালর সত্ত্বাধিকারী কবির হোসেন তাপসের বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেন, বর্তমান স্থিতি ১৪ কোটি টাকা ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ
পরবর্তী নিবন্ধসঙ্গীত পরিষদের চারুকলা প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা