বীর মুক্তিযোদ্ধার সন্তান ও কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির আহ্বায়ক শাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিবের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন চৌধুরী, চবি শিক্ষক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল। প্রধান বক্তা ছিলেন মো. সরওয়ার আলম চৌধুরী মনি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, মিজানুর রহমান সজীব, মেজবাহ উদ্দিন আজাদ, জয়নুদ্দিন জয়, এস এম ইশতিয়াক আহমেদ রুমি, সিরাজদৌল্লা দৌলত, আমিনুল ইসলাম আজাদ, খাজা মাঈনুদ্দিন রিগ্যান, সাইফুল্লাহ মাহমুদ, ইমরান খান, জাবেদ পাটোয়ারী, হাফিজুর রহমান, মো. সাদি, মো. বেলাল উদ্দিন, আবদুল আহাদ রিপন, সগির আহমেদ, আজগর আলী, জামাল আহমেদ সোহেল, মো. মিজানুর রহমান প্রমূখ। সভায় বক্তারা বলেন, অপরাধী যতোই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।