মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া মাদরাসায় আলিম শ্রেণির সবক প্রদান

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌরসভায় মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া মাদরাসায় আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান গত ২০ সেপ্টেম্বর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক পীরে কামেল শাহসুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মজিআ)। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর একেএম ছায়েফ উল্লাহ।

এতে বিশেষ অতিথি ছিলেন মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম শাখার সেকশন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, রাঙামাটিয়া মীর মুনিরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ আবু জাফর মুনিরী, শাহজাদা মোহাম্মদ আবু বক্কর মুনিরী, নাজিরহাট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন ছিদ্দিকী শাহীন, নারায়ণহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ক ম ফারুক আহমেদ, হারুয়ালছড়ি গাউছিয়া রহমানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ফিরোজ আলম রেজভী, বিবিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি ছৈয়দ মোহাম্মদ ইলিয়াছ, মুনিরুল উলুম ইসলামিয়া মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান, নারায়ণহাট কলেজের অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ্‌ চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী স্বপন, শিক্ষানুরাগী মোহাম্মদ মুসলেহ উদ্দিন চৌধুরী প্রমুখ।

নতুন ছাত্রছাত্রীদের সবক প্রদান করেন সোবহানিয়া আলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জুলফিকার আলী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হাফেজ কারি মাওলানা ফখর উদ্দিন কাদের চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা মুহাম্মদ রিয়াজ মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আ. লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচবি আরবি বিভাগের নতুন চেয়ারম্যান ড.গিয়াস উদ্দিন তালুকদার