মুনাফালোভী ব্যবসায়ীদের ব্যাপারে উদাসীন সরকার

নগর বিএনপির প্রতিবাদ সমাবেশে শাহাদাত

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনার এই ক্রান্তিকালে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, মুরগীসহ খাদ্যসামগ্রীর দাম বেড়ে গেছে। ফলে অসহায়, হতদরিদ্র এবং দিনমজুর মানুষের জীবনযাপন করা কঠিন হয়ে উঠেছে। গতকাল সোমবার বিকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি।
ডা. শাহাদাত আরো বলেন, মুনাফালোভী ব্যবসায়ীদের ব্যাপারে সরকার উদাসীন। ফলে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। বাজার অস্থিতিশীল হওয়ায় জনজীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। অনেক মানুষ এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। তিনি বলেন, করোনা আবারো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। টিকা দেওয়ার পরও মানুষ আক্রান্ত হচ্ছে। সামনে সর্বোচ্চ সতর্ক না হলে এটা আর সামাল দেয়া যাবে না।
মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, রোজা শুরুর আগে থেকে বাজার অস্থিতিশীল করে তুলেছে মুনাফা শিকারি চক্রগুলো। ভিত্তিহীন অজুহাতে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। পরিণামে দুর্ভোগ নেমে আসছে স্বল্প আয়ের মানুষের জীবনে। তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগাম টেনে ধরার আহ্বান জানান।
যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদিন জিয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, মো. কামরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, মো. আজম, মো. সেকান্দর, মো. সালাউদ্দীন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, শরিফ উদ্দীন খান, ওয়ার্ড সভাপতি আকতার খান, নবাব খান, এস এম মফিজ উল্লাহ, মশিউল আলম স্বপন, আবদুল্লাহ আল সগির, কাজী শামসুল আলম, মো. ইলিয়াস চৌধুরী, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, এম এ হালিম বাবলু, ইয়াকুব চৌধুরী নাজিম, সৈয়দ আবুল বশর, হাজি এমরান উদ্দীন, জসিম মিয়া, আবুল বশর, আবু ফয়েজ, সিরাজুল ইসলাম মুন্সী, হাসান চৌধুরী ওসমান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জিয়াউর রহমান জিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ সেকান্দর হায়াত খানের ৮ম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় গুঁড়িয়ে দেয়া হলো ২টি ইটভাটা