নগরীর জামালখানস্থ একটি রেস্টুরেন্টে গতকাল সোমবার চট্টগ্রাম মুদ্রণ শিল্প সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতিরি সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপক দত্ত। প্রথম অধিবেশনে রঘুনাথ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, লায়ন নজরুল ইসলাম (বর্ণরেখা প্রিন্টার্স), মো. গিয়াস উদ্দীন (সাগরিকা প্রিন্টার্স), যুগ্ম আহ্বায়ক আমজাদ রহমান, সদস্য সচিব এসএ মজুমদার সোহেল, অর্থ সম্পাদক সুব্রত বিকাশ চৌধুরী।
দ্বিতীয় অধিবেশন সঞ্চালনা করেন –মো. ফোরকান উদ্দিন। শুভেচ্ছা ও গঠনতন্ত্র পাঠ করেন সদস্য সচিব এস এ মজুমদার সোহেল, আয় ব্যয়ের হিসাব প্রদান করেন সুব্রত বিকাশ চৌধুরী। বক্তব্য দেন, মো. জসিম উদ্দিন চৌধুরী (রেনেসাঁ অফসেট প্রেস), মো. শাখাওয়াত হোসেন, আশিষ কুমার সাহা, হাকিম সর্দার, মো. সাইফুল ইসলাম, মো. আজম আলী, রঘুনাথ পাল। উপস্থিত ছিলেন, জামাল শফি বহ্নি, সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, মহসিন এম চৌধুরী, কবির আহমেদ, প্রদীপ বরণ গুহ, আকাতারুল আলম, মো. সাদী, মো. জামাল উদ্দিন, নুর মোহাম্মদ প্রমুখ।
বক্তারা মুদ্রণ শিল্পকে এগিয়ে নিতে একতাবদ্ধ হয়ে সমিতিকে সারাদেশের আয়কনিক প্রতিষ্ঠানে রুপ দিতে অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি চট্টগ্রাম মুদ্রণ শিল্প সমিতির মাধ্যমে চট্টগ্রামে আলাদা একটা মুদ্রণ জোন করার ব্যাপারে সরকারের কাছে আবেদন করা হবে। মুদ্রণ শিল্প কঠিন ক্লান্তিলগ্নে দিনাতিপাত করছে। এই অবস্থায় কাছে আমাদের জোরালো দাবি এই শিল্পকে বাচাঁতে হবে। সরকারি সহযোগিতার মাধ্যমে প্রাচীন এই শিল্পের ঐতিহ্যকে ধরে রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।