মুড ভালো থাকলে কুমিরের খালে লাফালাফি করেন পরীমনি

| সোমবার , ৩০ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনয়, সন্তানদের নিয়ে মশগুল তিনি। তবে নানা সময় অনেক আলোচনা সমালোচনারও জন্ম দেন এই নায়িকা। স্বাধীনচেতা এই তারকা নিজের মতো করে চলতে পছন্দ করেন, জীবনকে উদযাপন করেন। তাকে সরব দেখা যায় সোশ্যাল মিডিয়াতেও। প্রায়ই নানা অনুভূতি ও কাজের আপডেট দেন তিনি এখানে। তবে গতকাল রোববার ফেসবুকে দিয়েছেন রহস্যময় এক পোস্ট। সেই পোস্টে স্পষ্ট করে কিছু বলা নেই।

নিজেকে কুমির দাবি করে লিখেছেন কিছু কথা। সেগুলো কার উদ্দেশ্যে, কী বার্তা দেয় তা স্পষ্ট নয়। পরী তার পোস্টে লিখেছেন, আমি জীবনেও খাল কেটে কুমির আনি নাই, আমার মুড ভাল থাকলে আমি নিজেই কুমিরের খালে লাফালাফি করি! সমপ্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’। সিরিজে পরীমনির অভিনয় প্রশংসিত হয়েছে। শিগগিরই কলকাতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে তার চলচ্চিত্র। ‘ফেলুবক্সী’ নামের সেই সিনেমায় পরীমনির সহশিল্পী কলকাতার সোহম চক্রবর্তী। এদিকে, দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর সদ্য শেষ করা চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা পরিচালনা করেছেন রেজা ঘটক।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং কিংসের ব্রান্ড অ্যাম্বাসেডর হয়ে ঢাকায় শহীদ আফ্রিদি
পরবর্তী নিবন্ধকবি নজরুল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী