মুজিব হলেন ত্রাতা

ইলিয়াস হোসেন | শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৯:০৮ পূর্বাহ্ণ

একাত্তরের সাতই মার্চে

মুজিব দিলেন ভাষণ,

সেই ভাষণে কেঁপে ওঠে

পাক শাসকের আসন।

বজ্রকণ্ঠে দেন ঘোষণা

যার যা কিছু আছে,

তা নিয়েই তৈরি থেকো

রেখে হাতের কাছে।

পাকি শত্রু রুখে দিতে

দুর্গ গড়ে তোলো,

দেশের জন্য যুদ্ধ করতে

মৃত্যুর ভয়কে ভোলো।

বীর বাঙালি সাড়া দিলো

শেখ মুজিবের ডাকে,

শপথ নিলো সবাই মিলে

স্বাধীন করবে মাকে।

রক্তক্ষয়ী যুদ্ধ শেষে

স্বাধীন হলো মাতা,

বাংলা মাকে স্বাধীন করতে

মুজিব হলেন ত্রাতা।

পূর্ববর্তী নিবন্ধপারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধা সুন্দর সমাজ তৈরির মূল চাবিকাঠি
পরবর্তী নিবন্ধপবিত্র হজ মুমিনের জন্য শ্রেষ্ঠ উপহার