মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব। গতকাল কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ১৬ রানে রাইজিং স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে খেলা নিশ্চিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান করতে সক্ষম হয়। ফলে ১৬ রানের জয় নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব। এর আগে ঢাকা সিটি ক্লাব ফাইনাল নিশ্চিত করে। এ দু’দল শিরোপা লড়াইয়ে নামবে। গতকালের সেমিফাইনালে বিজয়ী দলের জসিম বল হাতে ৪ উইকেট নেওয়ার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন রাইজিং স্টার ক্লাব এর সাধারন সম্পাদক এবং সিজিকেএস নির্বাহি সদস্য মো. শাহজাহান।

পূর্ববর্তী নিবন্ধকর্নওয়াল হুমকি হতে পারে টাইগারদের
পরবর্তী নিবন্ধ১৭ মাস পর টেস্টে ফিরছেন সাকিব