কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় লাভ করে ব্রাদার্স ক্রিকেট একাডেমি। সাতকানিয়া ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে পরাজিত করে ব্রাদার্স ক্রিকেট একাডেমি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা সাতকানিয়া ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে সি.এস ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১ ওভার বাকি রেখে ১৩৯ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের শিশির ৪৬ বলে ৫৮ রানের সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তাকে পুরস্কৃত করেন চিটাগাং কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ ফাতেমা ইয়াসমিন। দিনের দ্বিতীয় খেলায় কোয়ালিটি স্কুল অব ক্রিকেট জয়লাভ করে। সমারসেট ক্রিকেট একাডেমির মাঠে অনুপস্থিতির কারণে কোয়ালিটি স্কুল অব ক্রিকেটকে বিজয়ী ঘোষণা করা হয়।