মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা সিটি ক্লাব চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ঢাকা সিটি ক্লাব। গত বুধবার কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ঢাকা সিটি ক্লাব ২২ রানে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা ঢাকা সিটি ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সক্ষম হয়। ফলে ঢাকা সিটি ক্লাব ২২ রানে জিতে টুর্নামেন্টের শিরোপাও জিতে নেয়। বিজয়ী দলের সনক ৪ ওভার বল করে ১২ রানে ৪ উইকেট নেওয়ার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় সি এস ব্রাদার্সের শিশির দাশ। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনিসুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য নাজমুল হক নাজু, চট্টগ্রাম যুবলীগের সংগঠক নেজাম উদিন সহ চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের চেয়ারম্যান ও সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের পরিচালক কামরুল হাসান।

পূর্ববর্তী নিবন্ধপুরানো ইনজুরিতে ব্যথা অনুভব করছেন সাকিব
পরবর্তী নিবন্ধসাবেক ক্রিকেটার সুব্রত চৌধুরীর পাশে দাঁড়াল বিসিবি