মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ও পোর্ট সিটি একাডেমি জয়ী

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়েছে বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব ও পোর্ট সিটি ক্রিকেট একাডেমি। কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব ৮৯ রানের বিশাল ব্যবধানে কর্ডিয়াল ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করতে নামা বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে কর্ডিয়াল ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ৭০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের ওবায়েদ ১২ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থার কাউন্সিলর এবং কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর উপদেষ্টা সৈয়দ গিয়াস উদ্দিন মোহাম্মদ হেলাল।
দিনের দ্বিতীয় খেলায় পোর্ট সিটি ক্রিকেট একাডেমি ১ রানে নাইট অব চট্টগ্রামকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করেেত নামা পোর্ট সিটি ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে নাইট অব চট্টগ্রাম ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের আরহাম ১৮ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন এস.এস ক্রিকেট একাডেমির প্রধান কোচ আর.ডি নাথ কাজল।

পূর্ববর্তী নিবন্ধএ প্লাস ফুটবল একাডেমির এক যুগ পূর্তি উৎসব
পরবর্তী নিবন্ধপারফরম্যান্স দেখেই ক্রিকেটারদের সাথে চুক্তি করবে বিসিবি