কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের দুটি ম্যাচে জয় পেয়েছে সিএম টাইগার্স এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি। গতকাল অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে সিএম টাইগার্স ৪ উইকেটে এ জে ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা এ জে ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নামা সিএম টাইগার্স ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের হায়দার ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দে;ন চট্টগ্রাম জেলা দলের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট কোচ মাসুম উদ দৌলা চৌধুরী।
দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৮ উইকেটে চট্টগ্রাম ইউনাইটেডকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম ইউনাইটেড ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নামা ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৯ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। বিজয়ী দলের মাহবুব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট কোচ আফতাব আহমেদ চৌধুরী।