জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের আয়োজনে মুজিব শতবর্ষ চট্টগ্রাম মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আগামী ১২ ফেব্রুয়ারী শুরু হবে। টুর্নামেন্টে ৩৫ বছরের উর্ধ্বে চট্টগ্রামের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়গণ অংশগ্রহণ করতে পারবেন। এতে অংশগ্রহণেচ্ছুক দলসমূহকে আগামী ৩০ জানুয়ারী রাত ৮ টার মধ্যে দলের নিজস্ব প্যাডে অংশগ্রহণের সম্মতিপত্র প্রেরণ করতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আকবর, মোবাইল: ০১৭১৫-৭৩৯৮৮৮ এবং সহ সাধারণ সম্পাদক শওকত হোসেন, মোবাইল: ০১৮১৯-৮২৯০১৪ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।