মুজিব মানে বাংলাদেশ

জসিম উদ্দিন খান | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:৩৭ পূর্বাহ্ণ

মুজিব মানে বাংলাদেশের

লাল সবুজের ঐ পতাকা

মুজিব মানে হৃদয় পটে

আকাশ সম স্বপ্ন আঁকা।

আকাশ বুকে সূর্য যেমন

বিশ্বজুড়ে মুজিব তেমন।

ঝিনুক যেমন বুকের মাঝে

মুক্তোকে তার রাখে ধরে

তেমনি মুজিব থাকবে বেঁচে

লক্ষ কোটি হৃদয় ভরে।

আঁধার রাতে মশাল যেমন

দুঃসময়ে মুজিব তেমন।

মুজিব মানে হাস্না হেনা

গোলাপ জবার একটু আদর

মুজিব মানে ভোর বেলাতে

শিউলি ঝরা শিশির চাদর।

মুজিব মানে এই বাংলাদেশ

মনটা জুড়ে সুখের আবেশ।

পূর্ববর্তী নিবন্ধতুমি রবে বাঙালির হৃদয়ে
পরবর্তী নিবন্ধশেখ মুজিবুর