মুজিব বর্ষ টি-২০ ক্রিকেটে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ১০:০৩ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের গতকালের ম্যাচে জয় পেয়েছে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব । কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে পোর্ট সিটি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে ব্যাট করতে নেমে পোর্ট সিটি ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে।
জবাবে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের উদয় অপরাজিত ৮৪ রান করার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন সি.জে.কে.এস এর কাউন্সিলর নোমান আল মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধঘুরে দাড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু কাল