মুজিব থাকে সমুখ সমরে
মুজিব থাকে না আড়ালে
ডাকলেই মুজিব দেবেই সাড়া
হাতখানি কেউ বাড়ালে।
মুজিব থাকে হৃদয় গহীনে
মুজিব থাকে না লুকিয়ে
মুজিবহীনা এ দেশ মাটি
মরুময় হয় শুকিয়ে।
মুজিব থাকে দৃপ্ত চেতনায়
মুজিব থাকে না নীরবে
মুজিব যদি নাই বা থাকে
বলুন দেশে কী রবে?
মুজিব থাকে মুক্ত আলোকে
মুজিব থাকে না বন্দি তো
মুজিবের নামে সোনার এ দেশ
প্রতিদিন হয় নন্দিত।