জাতীয় শোক দিবস উপলক্ষে মুজিব কুইজ চ্যালেঞ্জের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে কোতোয়ালি থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ফাহিমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
নগরীর শাহ ওয়ালী উল্লাহ গ্রামার স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ছোট্ট পরিসরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ইকবাল বাহার চৌধুরী, মহানগর ছাত্রলীগের উপ–তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রায়হানুল কবির শামীম ও সহ সম্পাদক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলাীগের সহ সম্পাদক মো. আরাফাত, কোতোয়ালী থানা ছাত্রলীগের সহ সম্পাদক মহিউদ্দিন হেনজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের সংগঠক রাজবীর আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ফাহিম। প্রেস বিজ্ঞপ্তি।












