‘মুজিব-একটি জাতির রূপকার’ দেখল দুই স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী

লায়ন মোহাম্মদ ইমরানের উদ্যোগ

| বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ইউনাইটেড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সিভিউ পাবলিক স্কুলের প্রায় অর্ধশতাধিক ছাত্রছাত্রীদের সাথে নিয়ে গতকাল মঙ্গলবার শ্যাম বেনেগালের চলচ্চিত্র ‘মুজিবএকটি জাতির রূপকার’ দেখেন সীতাকুণ্ডের সন্তান, শিল্পপতি ও রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ ইমরান। নগরীর সিলভার স্ক্রিনের সিনেপ্লেঙে তিনি এ আয়োজন করেন। এ আয়োজনের উদ্দেশ্য বর্ণনা করে তিনি বলেন, আমাদের আগামী প্রজন্ম যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সঠিকভাবে জেনেশুনে বড় হয় তাহলেই তাদেরকে দিয়ে জাতির রূপকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। সত্যিকারের ইতিহাস ও ঐতিহ্য জেনে বেড়ে ওঠা তাদের সাফল্য ও সমৃদ্ধির স্বর্ণালি সোপানে আরোহন করাবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আবু সুফিয়ান, মোস্তফা আমির, জুনায়েদ হোসেন, স্কুলের অধ্যক্ষ সোহরাব হোসেন, শিক্ষক লুবনা আক্তার, ফাহমিদা আক্তার তানিয়া, হেলেনা হোসেন, শারমিন আক্তার, রুবিনা আক্তার, আসমা বেগম, ফারজানা আক্তার, জান্নাতুল ফেরদউস, বিজয় দাশ, মশিউর রহমান, মায়িশা মুশরাত দুই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকশিক্ষিকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলা শিশুসাহিত্যে বড় একটি অংশজুড়ে আছে শেখ রাসেল
পরবর্তী নিবন্ধপোর্ট সিটির শিক্ষকদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন