মুজিবের নগদ আছে ৯৪ হাজার ২ টাকা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৬ আসনের (বাঁশখালী) স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের শিক্ষাগত যোগ্যতা এমএ। পেশায় ব্যবসায়ী এই প্রার্থী তার হলফনামায় উল্লেখ করেছেন, নিজ নামে তার কৃষি জমির মূল্য ৬ কোটি ৮০ লাখ ৮৮৫ টাকা, অকৃষি জমির মূল্য ৯ কোটি ৫০ লাখ ৯৮ হাজার ৮১০ টাকা, দালান বাবদ মূল্য ২ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকা। উদ্যোক্তা হিসেবে আদায়যোগ্য বিক্রয়ের টাকা ৬ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ১৪৮ টাকা। ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৩৩ লাখ ৫৯ হাজার ৮৬২ টাকা, নির্ভরশীলদের আয় ১০ লাখ ২৮ হাজার ৮৮৮ টাকা, অন্যান্য খাত থেকে আয় ২৬ লাখ টাকা। তার নগদ টাকার পরিমাণ ৯৪ হাজার ২ টাকা, স্ত্রীর নামে ৩৭ লাখ ৭৯ হাজার ৬৯৬ টাকা, গ্রাহক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ নিজ নামে ৩ লাখ ৮৮ হাজার ৮৩৭ টাকা, স্ত্রীর নামে এক লাখ, ৮ হাজার ৪৮৯ টাকা, শেয়ার ব্যবসা থেকে ৪ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার ৫৪০ টাকা। তার কাছে ৮৮ হাজার টাকার এবং তার স্ত্রীর কাছে ২ লাখ টাকার স্বর্ণালংকার আছে। আসবাবপত্র রয়েছে নিজ নামে ৫৫ হাজার টাকার এবং স্ত্রীর নামে দুই লাখ টাকার। অন্যান্য খাত থেকে তার মূলধন ৫ কোটি, ৮৭ লাখ, ৯০ হাজার ৯৪৫ টাকার এবং স্ত্রীর নামে ২৪ লাখ ৫০ হাজার টাকার।

পূর্ববর্তী নিবন্ধঢাকা, গাজীপুর, কক্সবাজারের ১০ স্থানে রুহেলের জমি
পরবর্তী নিবন্ধঋণহীন মোস্তাফিজের স্ত্রীর ঋণ ২০ লাখ টাকা