মুজিবের তর্জনি

ওবায়দুল সমীর | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৪৫ পূর্বাহ্ণ

কে শোনালো বজ্রকন্ঠে স্বাধীনতার গান,

শেখ মুজিবের তর্জনিতে জাগলো বাঙালি প্রাণ।

সাতই মার্চের ভাষণ শুনে উত্তাল জনগণে,

পরাধিনতার ভাঙতে কারা পথে নামে জনে জনে।

এনে দিতে ওরা পতাকা আমার মুজিবের আহবান,

মুজিব জাগালো বাঙালির মনে চেতনা অনির্বান।

চেতনাদীপ্ত বাঙালিরা দেয় বুকের রক্ত ঢেলে,

অনেক ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশটা মেলে।

পূর্ববর্তী নিবন্ধএকটি ভাষণ
পরবর্তী নিবন্ধবই পোকা ভূত