শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট আগামী এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে বাজারে আসতে পারে। এসব নতুন নোটে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
গতকাল বুধবার তিনি বলেন, রোজার ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আগামী ১৯ মার্চ নতুন নোট বাজারে ছাড়বে। সেসব নোট হবে আগের ডিজাইনের। অর্থাৎ, সেসব নোটে বঙ্গবন্ধুর ছবি এবং সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর থাকবে। আর এপ্রিল শেষে কিংবা মে মাসের শুরুতে যখন বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের নোট ছাড়বে, সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি ও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদের স্বাক্ষর বাদ যাবে। নতুন নোটে বর্তমান গভর্নরের স্বাক্ষর থাকবে। খবর বিডিনিউজের।
এর কারণ ব্যাখ্যা করে আরিফ হোসেন বলেন, আগের নকশায় ছাপানো বিপুল পরিমাণ নোট এখনো রয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের কাছে। তাই অর্থের অপচয় রোধে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না।