মুজিবুলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

পিটার হাসকে ‘হুমকি’

| মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে নিয়ে ‘আক্রমণাত্মক’ মন্তব্য করায় বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে হত্যার হুমকি ও মানহানির অভিযোগে যে মামলার আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই আদেশ দেন। খবর বিডিনিউজের।

ইন্টারন্যাশনাল ইউম্যান রাইটস কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশিম রাজু সোমবার এই মামলার আর্জি জানান। আদালতের পেশকার রাকিব চৌধুরী বলেন, ‘আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলা নেওয়ার মত কোনো উপাদান না থাকায় তা খারিজ করে দিয়েছেন।’ খারিজ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদন করবেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী মো সিরাজুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘আমি কজলিস্ট দেখে এ আদেশ জানতে পেরেছি। পূর্ণাঙ্গ আদেশ এখনো পাওয়া যায়নি বলে কেন খারিজ করা হল বলতে পারব না। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবদেন জমা দেব।’

আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী ছাড়া মামলার অপর আসামিরা হলেনচাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।

পূর্ববর্তী নিবন্ধমাদক মামলায় রোহিঙ্গার কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসেমিফাইনাল চলছে, জানুয়ারিতে ফাইনাল : কাদের