মুজিববাদী সংবিধানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নস্যাৎ হয়েছে : নাহিদ

| বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

মুজিববাদী সংবিধানের’ মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টিএনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। একাত্তরে মেহেরপুরে স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করার মধ্য দিয়ে যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল সে অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ ‘হয়নি’ বলেও মন্তব্য করেছেন তিনি। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে ঐতিহাসিক জুলাই পদযাত্রার চলমান কর্মসুচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় আলাদা পথসভায় বক্তব্য রাখছিলেন এনসিপি নেতা নাহিদ। তিনি বলেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করা হয়েছিল এবং বাংলাদেশের ৫৪ বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি। খবর বিডিনিউজের।

২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন সম্ভাবনা ও নতুন শাসন পাওয়ার বিষয়টি তুলে ধরে নাহিদ বলেন, আজ বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার জন্য পথে নেমেছি। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দুর্নীতির মাধ্যমে তার ছেলের ভবিষ্যৎ গড়তে বিদেশে পাঠিয়ে অন্যের ছেলেকে চামচা বানায়। আর তার নিজের ছেলেকে দুর্নীতির অর্থে নেতা বানায় আবার দুর্নীতির পারিবারিক সিন্ডিকেট গড়ে। এই হচ্ছে ঘুনেঘরা রাজনীতি। এই রাজনীতি বদলাতে হবে। তিনি বলেন, কোনো মার্কা ও ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন বন্ধক না থাকে। যারা বাংলাদেশকে ধারণ করে এবং জনপ্রিয় তাদেরকেই নেতা নির্বাচিত করতে হবে। কারণ নির্বাচনের সময় আমাদের দেশে এক শ্রেণির নেতা উৎপাদন হয় ঢাকা থেকে। তারা বস্তা বস্তা টাকা নিয়ে নির্বাচনে প্রবেশ করে জনরায় কিনে নেয়। নির্বাচনের আগের রাতে সেই সব নেতারা ওসি, এসপি, ডিসি ও পোলিং এজেন্টদের কিনে নিয়ে রায় ছিনিয়ে নেয়। আমরা কোনো পিন্ডি, দিল্লি, লন্ডন ও আমেরিকার উপর নির্ভর করতে চাই না। আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে বর্গা দিইনি। আমরা জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করব। এনসিপির পদযাত্রায় দলের উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠন মুজাহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ২২ দিন ধরে নিখোঁজ ট্রাকচালক
পরবর্তী নিবন্ধপঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ