চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ৬-৭ ডিসেম্বর সিজেকেএস সু্ইমিংপুলে মুজিববর্ষ সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২৯ নভেম্বর এক মতবিনিময় সভা সিজেকেএস সহ সভাপতি ও সাঁতার কমিটির চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং সাঁতার কমিটির সম্পাদক মাহমুদুর রহমান মাহবুবের পরিচালনায় সিজেকেএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লি: অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিজেকেএস সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান আলমাস শিমুল। এতে বক্তব্য রাখেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাসেম, মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, সিজেকেএস সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান আছলাম মোরশেদ, মো. মাহবুবুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক মো. আকতারুজ্জামান, ফজল রব্বান সুইট, সদস্য রায়হান উদ্দীন রুবেল, আসাদুজ্জামান খান প্রমুখ।০