মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সেমিনার কাল

তুরস্ক দূতাবাস ও মাইজভাণ্ডারী ট্রাস্টের আয়োজন

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

নগরীর জাকির হোসেন রোডের খুলশী কনভেনশন হলে ‘মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন’ উপলক্ষে সেমিনার ও সুফি সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। বিকেল সাড়ে ৩টায় এই অনুষ্ঠানটির আয়োজন করছে রিপাবলিক অব টার্কি’র বাংলাদেশ দূতাবাস, টার্কি অনারারী কনসাল জেনারেল অব চিটাগাং এবং শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্ট। সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে-‘রোডম্যাপ টু সাসটেনেবল পিস : মাওলানা জালালুদ্দিন রুমি’স পথ’।
গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিপাবলিক অব টার্কি’র বাংলাদেশ অ্যাম্বেসির অ্যাম্বাসেডর মোস্তফা ওসমান তুরান। স্বাগত বক্তব্য রাখবেন তুরস্কের অনারারী কনসাল জেনারেল অব চিটাগাং সালাউদ্দিন কাসেম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহ্‌ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্‌। বিশেষ বক্তা থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রবন্ধের উপর আরো বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরে আলম।

পূর্ববর্তী নিবন্ধমমতাজ বেগমের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় যুক্ত করাই সরকারের লক্ষ্য