হাটহাজারীতে মুজিবনগর দিবস ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা গত বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মসিউজ্জামান। সভায় মুজিবনগর দিবসের গুরুত্ব নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মুহুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম খাঁন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন ( আঃ দাঃ) নিয়াজ মোর্শেদ।
মৎস্যজীবী লীগ মহানগর : আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা নতুন ফিশারী ঘাট অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি আমিনুল হক (বাবুল সরকার)। সঞ্চালনা করেন মহানগর মৎস্যজীবী লীগের সহ–সভাপতি কাউসারুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার তাঁতী লীগের সভাপতি দিদারুল আলম দিদার, মহানগর মৎস্যজীবী লীগের সহসভাপতি টুটুল ভট্টচার্য্য, হাফেজ ইসমাইল, সেলিম উল্ল্যাহ, জয়নাল আবেদীন, আনসার হোসাইন, প্রবীর দাশ, শামসুল আলম, নুরুল আমিন, আবুল বশর, রাহুল বড়ুয়া, জসিম উদ্দিন, মো. ইকবাল, জয়নাল আবেদীন, সাইফুদ্দিন রাসেল, সেলিম উদ্দিন, ইব্রাহিম সওদাগর, আব্দুর শুক্কুর, আব্দুর নুর টিপু, আব্দুল মুনাফ, মো. মোস্তাফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
দক্ষিণ জেলা যুবলীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ১৭ এপ্রিল জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ–সভাপতি মর্তুজা কামাল মুন্সি, তৌহিদুর আলম, মাঈন উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, আ ন ম ফরহাদুল আলম, দপ্তর সম্পাদক রাজু দাস হিরো, ইঞ্জিঃ অমল রুদ্র, কুতুবউদ্দিন শাহ ইমন, আবদুল হান্নান লিটন, মোহাম্মদ সেলিম হক, নুরুল মোস্তাফা সিকদার সংগ্রাম, নুরুল আলম সিদ্দিকী, রফিক উল্লাহ, শাহাদাত রশিদ চৌধুরী, সেলিম উদ্দীন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।