মুজাফরাবাদ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

পটিয়ায় মুজাফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত শনিবার স্কুল মাঠে প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এবং রহিমা বেগম ও ইলা দাশ গুপ্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আবদুল করিম এম এ। ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষকশিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী, আনোয়ার হোসেন, আহাম্মদ নবী, সেলিম উদ্দিন, কাজী নজরুল ইসলাম, আরিফ মুহিউদ্দিন, মুহাম্মদ মিনহাজুল করিম।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধফারহানের সেঞ্চুরিতে কোয়ালিটির সহজ জয়